স্টাফ রিপোর্টার ॥ কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক প্রাণহানি ও সংঘাতময় পরিস্থিতির কারণে তিনদিন বন্ধ ও কয়েকদিন সীমিত সময় অফিস চলে। আজ বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মে অফিসের কার্যক্রম চলবে। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
এদিকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বুধবার থেকে স্বাভাবিক অফিস সময়সূচি মেনে চলবে। ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গতকাল বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংকের লেনদেন চলবে ১০টা থেকে ৪টা পর্যন্ত।