স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিকেজিসি (বসন্ত কুমারী গোপাল চন্দ) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীরা চোখে-মুখে লাল কাপড় বেধে কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ শচীন্দ্র কলেজ সহ বিভিন্ন কলেজের মেয়েরা এতে অংশ নেয়। তারা চোখে-মুখে লাল কাপড় বেধে দেয়। ‘মোর ছাওয়ালকে মারল কেনে, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখী আমরা” প্ল্যাকার্ড হাতে তাদেরকে দেখা যায়। তবে তারা কোন কথা বলেনি ক্যামেরার সামনে।
সূত্র জানায়, একক বা ঐক্যবদ্ধভাবে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের ৯ দফা দাবি আদায়ে মঙ্গলবার (৩০ জুলাই) এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনের সমন্বয়ক মো. মাহিন সরকার সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু এবং হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে মধ্যরাতে বাসা-বাড়িতে রেইড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে।’ বিজ্ঞপ্তিতে এর প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করা হয়।