স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ডিডিএলজি উপ-সচিব প্রভাংশু সোম মহান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক, সিভিল সার্জন ডাঃ নুুরুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা রাশেদুল হাসান চৌধুরী কাজল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জের মুখ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী।
বক্তারা বলেন, হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়াতেই ৪ এপ্রিল প্রথম মুক্তিযুদ্ধের সূচনা হয়। এখান থেকেই জেনারেল এম এ জি ওসমানী পিস্তলের ফাঁকা গুলি ছোড়েন। এখানেই দেশের প্রথম সামরিক সদর দপ্তর স্থাপিত হয়। পরে নিরাপত্তার অভাব চিন্তা করে মুজিবনগরে স্থানান্তর করা হয়।