স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শিক্ষকের বাসায় চুরির ঘটনায় মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত চোরেরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার শুকড়িপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আবুল মিয়া (২৫) ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের অসীম চন্দ্র রায়ের পুত্র রিংকু চন্দ্র রায় (১৯)। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, সম্প্রতি হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টারে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষক আব্দুল আহাদের বাসায় চুরি সংঘটিত হয়। চোরেরা বাসা থেকে মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহর থেকে একটি মাাইক্রোটেক আইপিএস মেশিনসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে। একই সাথে দুই চোরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই চোরকে গ্রেফতার করে মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেফতারে অভিযান চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com