এম, এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ এই প্রথম নবীগঞ্জে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের তালিকা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এনিয়ে কৃষকের মাঝে আনন্দ বিরাজ করছে। কোন রাজনৈতিক বা প্রশাসনিক তদবিরে এবার কাউকে হারভেস্টার মেশিন দেওয়া হয়নি। নবীগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ভর্তুকির বরাদ্দকৃত ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের তালিকা জন সম্মূখে লটারির মাধ্যমে করা হয়। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপস্থিতিতে দুই শতাধিক কৃষকের মধ্যে ২৮ জন কৃষকের নাম লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। বুধবার সকালে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোতে এ কার্যক্রম উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম কুমার দাশ অনুপ, ওসি মোঃ মাসুক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, প্রেসক্লাব সভাপতি এম, এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, ইজাজুর রহমান, শাহরিয়াজ নাদির সুমন, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ প্রমূখ।