স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লাখাই ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফান্দাউক এলাকায় বৈশাখী মেলা চলছিল। আশপাশের এলাকা থেকে মেলায় লোকজন আসে। মঙ্গলবার বিকেলে মেলায় পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের লাখাই’র মুড়াকরি গ্রামের এক যুবকের সাথে ফান্দাউক গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক মীমাংসাও করে দেওয়া হয়। কিন্তু সন্ধ্যার দিকে দুই পক্ষ স্থানীয় একটি মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একপক্ষ অপর পক্ষের লোকজনের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্দার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।