স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক কাঞ্চন কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রসূন আচার্য্য পল্লব, বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, সহকারি অধ্যাপক অনুপমা ভক্ত, সহকারি অধ্যাপক সৈয়দা তাহমুদা বেগম, সহাকারি অধ্যাপক লতিফ হোসেন, প্রভাষক রঞ্জু পাল, প্রদর্শক সুদাম চন্দ্র দাস প্রমূখ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং বাংলাদেশের সকল শিশুদের বঙ্গবন্ধুর জীবননির্ভর শিক্ষা দিয়ে নতুন বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান। আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারি অধ্যাপক দেওয়ান রাফিউল হক খান পাঠান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রভাষক সঞ্জয় কুমার দাস। সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রভাষক শাহ্ আলম। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com