লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ২ কেজি গাঁজাসহ রাজু আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী শরীয়তপুর জেলার জাজিরা থানার কবিরাজকান্দি এলকার মৃত আঃ মোতালিবের ছেলে। রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।
মাধবপুর থানার এসআই শামস্-ই তাব্রীজ জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঞ্জাবি পরা এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটকের পর ওই যুবককে তল্লাশি করে দেখা যায়, অভিনব কায়দায় টেপ দিয়ে পেচিয়ে তার বুক থেকে কোমর পর্যন্ত গাঁজা রাখা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com