স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে ফিসারীতে গরুর ঘাস কাটা নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল রবিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের কাজল মিয়ার সাথে গরুর ঘাস কাটা নিয়ে সোহেল মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বিথঙ্গল ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়া, কাজল মিয়া, মৌসুমি আক্তার, কাওসার আহমেদ, আক্তার মিয়া, নুসা মিয়া, বাছির মিয়া, ফয়ছল মিয়া ও শাকিলকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com