স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার বহুলায় হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে ৮০০ অসহায় দরিদ্র লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মোঃ নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
সমাজসেবক নুরুল হক টিপুর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আসাদুজ্জামান কাউছার, জেলা সমাজসেবার উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। শেষে দরিদ্র লোকজনের হাতে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com