হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন স্ত্রী দিপালী আক্তার
এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ চট্টগ্রামের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় মধ্যরাতে ভবনে আকষ্মিক বিস্ফোরণে গুরুতর আহত আজমিরীগঞ্জের নজির হোসেন (৩৫) মারা গেছেন। গত ৭ মার্চ রাত দেরটার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার টেকবাজার সড়কে অবস্থিত ওসমান গনি ভবনের ৩য় তলায় গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে চট্টগ্রাম বার্ন ইউনিট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ১০ জনকে ঢাকা শেখ হাসিনা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়ার জন্য রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪ টায় নজির হোসেন মারা যান। ওই দিনই রাত ১১ টায় নজির হোসেনের মরদেহ আজমিরীগঞ্জ নিয়ে আসা হয়। পরে পৌর এলাকার শরীফনগর শাহী ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে শরীফ নগর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। নজির হোসেন আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফনগর গ্রামের মৃত লালমন মিয়ার পুত্র। নিহতের স্বজনরা জানান, মুমূর্ষ অবস্থায় হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন নজির হোসেনের স্ত্রী দিপালী আক্তার।
একটি সূত্র জানায়, বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দগ্ধদের মধ্যে ৬ জনই শিশু। যাদের বেশিরভাগের বাড়ি আজমিরীগঞ্জ ও নবীগঞ্জে। ভাড়া বাসায় থেকে পাশের একটি আচারের কারখানায় কাজ করতেন কয়েকজন।