স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের লিফট রোগীর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ইট বহনের কাজে। এরকম একটি ঘটনাকে কর্তৃপক্ষের উদাসীনতা দাবি সচেতন মহলের। গত শুক্রবার রাত ১১টার দিকে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ৮ম তলায় নির্মাণাধীন কাজের জন্য লিফট দিয়ে নেয়া হয় বিপুল পরিমাণ ইট। রোগী ও তাদের স্বজনরা অনেক্ষণ দাড়িয়ে থাকলেও তাদেরকে লিফট ব্যবহার করতে দেয়া হয়নি। ওই সময়ে লিফট দিয়ে ইট বহন করা হয়। এক পর্যায়ে লিফট নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে ইট বহনকারীদের সাথে রোগী ও তাদের স্বজনদের উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে হবিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী আবু হাসিব খান চৌধুরী পাবেলসহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং সদর থানার এসআই কৃষ্ণধন দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান এবং বিষয়টি প্রত্যক্ষ করেন। রোগীদের অভিযোগ, গত ১ সপ্তাহ ধরে লিফট দিয়ে ইট, বালি, সিমেন্ট বহন করা হচ্ছে। অতিরিক্ত মাল বহন করার কারণে লিফট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ছিড়ে পড়ে প্রাণহানিসহ বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের নিয়োগকৃত ম্যানেজার সুমন আহমেদ বলেন, আমি না থাকার কারণে শ্রমিকরা লিফট ব্যবহার করেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাসপাতালের তত্ত্বাবধায় আমিনুল হক সরকার বলেন, শ্রমিকরা লিফট দিয়ে ইট ব্যবহার করছে শুনে নিষেধ করেছি। এরপর কেনো ব্যবহার করছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com