হবিগঞ্জ পৌর মেয়রের প্রস্তাব বাস্তবায়নে পবিত্র রমজান মাসে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা সমুন্নত রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষে গতকাল জেলা সিপিবি কার্যালয়ে রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গ্যারেজ মালিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ ধনু মিয়া, পলাশ চৌধুরী, আলমগীর মিয়া, আঃ ছাত্তার, সিপিবি নেতা রনজন কুমার রায়, আঃ কাইয়ুম, আঃ কাদির প্রমূখ। সভায় বক্তাগণ পৌর মেয়রের প্রস্তাব অনুযায়ী ১০ রমজান থেকে মাসব্যাপী অটোরিক্সা সংগঠন নিজস্ব ব্যবস্থাপনায় সকাল ৯টা থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সড়কে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ বলেন- যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তাই অনতিবিলম্বে অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে স্থায়ী সমাধানের ব্যবস্থা করার জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান। বিজ্ঞপ্তি