গোবিন্দপুর গ্রামের পুকুরকে নান্দনিক করার আশ^াস
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর (৪নং ওয়ার্ড) গ্রামের সর্বস্তরের জনগণ। গতকাল শনিবার দুপুরে আলেয়া আক্তারের বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় গ্রামবাসির পক্ষে ইউপি মেম্বার মোঃ রাজীব মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমরা গোবিন্দপুর গ্রামবাসী জেলা পরিষদের উন্নয়ন থেকে বঞ্চিত। গোবিন্দপুর গ্রামে ২০০ বছরের পুরনো জেলা পরিষদের একটি পুকুর রয়েছে। পুকুরটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সেটি প্রায় বিলুপ্তির পথে। তিনি পুকুরটি খনন করে সৌন্দর্য্যমন্ডিত একটি নান্দনিক পুকুর গড়ে তুলতে আলেয়া আক্তারের কাছে দাবি জানান। মেম্বারের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার বলেন, শপথ গ্রহণ শেষে দায়িত্ব নেয়ার পর শুরুতেই আমি বিষয়টিকে গুরুত্ব দেব। তিনি পুকুরটি নান্দনিক করতে সর্বাত্মক চেষ্টা করবেন বলে গ্রামবাসীকে আশ^স্থ করেন। শুভেচ্ছা প্রদানকালে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী জয়নাল আবেদীন সালেক, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ আলী, হাজী জহির রায়হান, আব্দুল মতিন, হাজী কুতুব উদ্দিন, আব্দুল মালিক, হিরাজ মিয়া, টেনু মিয়া, মৌঃ মোশাহিদুর রহমান, আব্দুল মন্নাফ, ফারুক মিয়া, আকছির মিয়া, শামসুদ্দিন মাসুদ, আব্দুল মন্নান, তাজুল ইসলাম, রানা মিয়া, আব্দুল কদ্দুস, আব্দুল শহিদ ভান্ডারী, নূরুল হক, নুর আলী, আলকাছ মিয়া, আব্দুস ছালাম, আব্দুস সায়েম, মাসুক মিয়া, কদর আলী, শহিদ মিয়া, আলমগীর, আবু তাহের, জহিরুল ইসলাম, আব্দুর রহমান, লেবু মিয়া, সৈয়দ আলী, রমজান মিয়া, কাজল মিয়া, সামিরুল আলম সাব্বির, আল-আমীন, জাবেদ ওমর, রিবেদ মিয়া, লেদু মিয়া, সেলিম মিয়া প্রমূখ।