স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদানের উদ্দেশ্যে এসএসসি ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের গড়া সংগঠন ‘দুই শূণ্য শূণ্য ছয়’ এর একযুগপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট কার্যালয়ে কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সংগঠনের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “দুই শূণ্য শূণ্য ছয়” এর সমন্বয়ক দৈনিক খোয়াইয়ের বার্তা ও ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আহছান, রেড ক্রিসেন্টের যুবপ্রধান আশীষ কুরি, ব্যাংক কর্মকর্তা চৌধুরী নিহাদ ইশতিয়াক ও শুভ্র বিশ্বাস, ব্যবসায়ী পাভেল আহমেদ, ফাহাদ বিন সালেহ, আইরিন প্রমূখ।
টানা নবমবার উৎসবমুখর পরিবেশে সংগঠনের ঘুড়ি উৎসব সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীসহ সংগঠনের সাথে জড়িত সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com