স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরের পশ্চিম দূর্গাপুর মহিলা মাদ্রাসার মেজকাত শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হুমায়ূন মিয়া (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দ্বীন মোহাম্মদ মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। বুধবার দুপুরে হুমায়ূনকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। সে উপজেলার সোয়াবই গ্রামে মৃত হিরা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, হুমায়ূনের ভাই নাজমূল মিয়া ওই ছাত্রীকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রেম নিবেদন করে উত্যক্ত করতো। এতে সাড়া না দেয়ায় গত বছরের ২৭ জুলাই সন্ধ্যায় পারিবারিক কাজে স্থানীয় একটি দোকান থেকে বাড়ি আসার পথে ওই ছাত্রীকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মেয়ের বাবা থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞান কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com