অংশগ্রহণ করছে ২৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। উপজেলার আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের উদ্বোধন করবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউট্স-এর সহ-সভাপতি নাজমা শামস্, প্রমথ সরকার, মাহফুজা পারভীন, মোঃ শাহজাহান কবির প্রমূখ।। ১০ মার্চ মহা তাঁবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। এছাড়াও স্কাউট ব্যক্তিত্ব সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, মোহাম্মদ জুনাঈদ, মুবিন আহমদ জায়গীরদার ও মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত থাকবেন। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট্স সভাপতি তাহমিলুর রহমান। উপজেলার ২৬টি হাই স্কুল ও মাদরাসার ৩২টি দলে মোট ২৮৮ জন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তাগণ উক্ত স্কাউট সমাবেশে অংশগ্রহণ করবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com