আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার আশায় ফিলিপাইন থেকে মাধবপুরে ছুটে এসেছেন জুবেলিন নামে এক তরুণী। হবিগঞ্জ কোর্টে নাম পরিবর্তন করে জান্নাত রহমান নাম ধারণ করে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রেমিক আশিকুর রহমান মিশুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশু প্রায় ৫ বছর আগে জীবিকার তাগিদে কাতার পাড়ি জমান। সেখানে পরিচয় হয় ফিলিপাইন অধিবাসী জুবেলিনের সঙ্গে। পরিচয় থেকে প্রেমে রূপ নেয় তাদের সম্পর্ক। দুজন স্বপ্ন দেখেন ঘর বাঁধার। এরই মধ্যে আশিকুর রহমান বাংলাদেশে চলে আসেন। কিন্তু তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে। প্রেমিককে কাছে পেতে গত ৪ মার্চ জুবেলিন ছুটে আসেন বাংলাদেশে। শাহজালাল আন্তর্জাকিত বিমান বন্দর থেকে তাকে রিসিভ করেন প্রেমিক আশিক। নিয়ে আসেন গ্রামের বাড়ীতে। পরদিন ৫ মার্চ জুবেলিন হবিগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নিজধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন জান্নাত রহমান এবং একই সাথে তিনি আশিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিকে ভিনদেশী মেয়ের সাথে মাধবপুরের ছেলের বিয়ে সম্পন্ন হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশী তরুণীকে এক নজর দেখতে আশপাশের মানুষজন আশিকুরের বাড়িতে ভিড় করছেন। তার সম্পর্কে চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সকল বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন একটি বিয়ে। বিদেশী নববধূকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে, ছেলের সুখে আমরা সুখি। ভিন দেশী মেয়ে আমাদের ছেলেকে ভালোবেসে হাজার মাইল দূর থেকে আমাদের বাড়িতে ছুটে এসেছে। পুরোপুরি বউয়ের মর্যাদা দিয়েই আমরা তাকে রাখবো। সে তো ঠান্ডা ও শান্ত প্রকৃতির মেয়ে।