ট্রাভেলস্ ব্যবসায়ীদের একমাত্র সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল অ্যাজেন্টস্ অব বাংলাদেশের (আটাব) এর দ্বি-বার্ষিক (২০২৩-২৫) নির্বাচনে সারা দেশে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট। মঙ্গলবার রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিরা তিনটি প্যানেল অংশ নেন। নির্বাচনে সর্বোচ্চ ৮৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন আফসিয়া জান্নাত সালেহ। দ্বিতীয় সর্বোচ্চ ৮১৪ ভোট পান আবদুস সালাম আরেফ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আটাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান ফরিদ আহমেদ মজুমদার পেয়েছেন ৫৮৯ ভোট এবং আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান পেয়েছেন ৩৯০ ভোট। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন আটাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তাফা। শিগগিরই সংগঠনের অফিস বেয়ারার গঠনের মাধ্যমে আটাবের সভাপতি হিসেবে আবদুস সালাম আরেফ এবং আফসিয়া জান্নাত সালেহ মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট থেকে আটাব ঢাকা আঞ্চলিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের কৃতি সন্তান আল-ইয়ামিন ওভারসীজ ও ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর স্বত্ত্ব¡াধিকারী শাহীন মিয়া। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com