স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ৮ তলা ভবনে কাজ করার সময় ইট পড়ে দুই পথচারি গুরুতর আহত হয়েছেন। তবে অল্পের জন্য তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। উপস্থিত লোকজন এ ঘটনায় কাজে অসতর্কতাকে দায়ী করছেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল হাই (৫০) ও ফুলবানু আক্তার (৬০) নামে আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ৮ তলা ভবনে কাজ করছিলো শ্রমিকরা। কিন্তু ছাদের পাশে বাউন্ডারী না থাকায় হঠাৎ উপর থেকে ইট পড়ে দুই পথচারি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবণতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফুল বানুকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।