৪৮ ঘণ্টার আল্টিমেটাম
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মেধাবী কলেজছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নবীগঞ্জ সরকারি কলেজ থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের নতুন বাজার মোড়ে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, তাহসিনের সহপাঠি, বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় ১ ঘন্টা শহরে যান চলাচল বন্ধ থাকে। তাহসিন হত্যার ৭দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। বক্তাগণ তাহসিন হত্যায় জড়িত সকল আসামিকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান। পরে মানববন্ধনে উপস্থিত হয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন- তাহসিন হত্যার ঘটনায় জড়িত আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো। সবাইকে ধৈর্য্য ধারণের আহবান জানান তিনি। ওসি মাসুক আলীর আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তোলে নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com