হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার কার্যনির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ গোলাম ওদুদ ফারুক এর সভাপতিত্বে এক শোক সভা ও দোয়া মাহফিল গতকাল ২৩/০২/২০২৪ তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। সভায় এতিমখানার সাধারণ সম্পাদক আলহাজ¦ রফিকুল বারী চৌধুরী মামুন সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় উপস্থিত সদস্যগণ মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সহ সাধারণ সম্পাদক মোঃ গোলাম ওদুদ ফারুক, কোষাধ্যক্ষ আব্দুল মোতালিব মমরাজ ও মরহুমের বড় ছেলে মাহবুবুল বারী চৌধুরী মাহী। উপস্থিত ছিলেন এতিমখানা কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ হাবিবুল হোসেন চকদার ফখরু, সদস্য মোঃ আকবর আলী মধু মিয়া, মোঃ নুরুল হক, আলহাজ¦ শাহ কমর উদ্দিন কমরু, আলহাজ¦ এম এ কাদের চৌধুরী সোহেল, মাওলানা নোমান আহমদ ছাদিক, মরহুমের দ্বিতীয় ছেলে আজিজুল বারী চৌধুরী শাহী, তৃতীয় ছেলে ডাঃ আহমদুল বারী চৌধুরী সাফি, এতিমখানার সুপার মোঃ ইউসুফ আলী, শিক্ষক আব্দুল করিম চৌধুরী, হাফেজ মোফাশি^র আহমদ, ইউসুফ আলী, হাফেজ আব্দুল ওয়াদুদ শাহীন, মোঃ লেদু চৌধুরী, এতিমখানার ছাত্র, শিক্ষক ও কর্মচারীগণ। আলহাজ¦ রফিকুল বারী চৌধুরী মামুন হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ২০২১ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত এতিমখানার সাধারণ সম্পাদক হিসেবে এতিমখানার অগ্রগতি ও উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একজন আদর্শবান ব্যক্তিত্ব ও সাদা মনের মানুষ। সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এতিমখানার কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক মোঃ গোলাম ওদুদ ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শোক সভায় উপস্থিত সদস্যবৃন্দ বলেন মহান আল্লাহতায়ালা যেন মরহুম আলহাজ¦ রফিকুল বারী চৌধুরী মামুন সাহেবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। প্রসঙ্গত, আলহাজ¦ রফিকুল বারী মামুন সাহেব গত ১৭ ফেব্রুয়ারী রাত ২:৩০ ঘটিকার সময় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী
সভাপতি
হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা
রাজনগর, হবিগঞ্জ।

মোঃ গোলাম ওদুদ ফারুক
সহ সাধারণ সম্পাদক
হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা
রাজনগর, হবিগঞ্জ।