স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পীরের গাঁও এলাকার সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ফরিদ মিয়া (৩৫) উপজেলার রানীগাঁও গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র।
জানা যায়, গতকাল ওই সময় একটি সিএনজি অটোরিক্সা চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই ফরিদ মিয়া নিহত হন। দুর্ঘটনায় আহতরা হলেন- রানীগাঁও গ্রামের কাউছার মিয়া (২৫), পীরের গাঁও গ্রামের মকসুদ আলী (৬০) ও তার কন্যা রুনা আক্তার (২৫) এবং বাহুবলের নানু মিয়ার পুত্র জান্নাত (১০)। তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চুনারুঘাট থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com