স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উত্তর বাজারে শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। একের পর এক চুরির ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা রাতে চুনারুঘাট উত্তর বাজারে মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মিজানুর রহমানের রুমের তালা ভেঙ্গে চোরেরা বাসা থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। তিনি বাসায় এসে দেখেন তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র তছনছ করে ফেলে রাখা হয়েছে বিভিন্ন স্থানে। তিনি ওই এলাকার শাহিন মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com