স্টাফ রিপোর্টার ॥ এফবিসিসিআইতে প্রতিনিধিত্বকরণসহ সকল ক্ষেত্রেই হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিয়ে আসছেন মিজানুর রহমান শামীমের নেতৃত্বাধীন কমিটি। কিন্তু বেআইনীভাবে সাবেক কমিটি মেম্বার সনদ এবং আমদানী রফতানীর সনদ দিয়ে আসছে। এ নিয়ে জটিলতা সৃষ্টি হলে বাণিজ্য মন্ত্রণালয় কোন কমিটি বৈধ এবং কাদের সনদ গ্রহণ করা যাবে এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শরীফ রায়হান কবিরকে এই তদন্তের দায়িত্ব প্রধান করা হলে তিনি দীর্ঘ তদন্ত শেষে বিশদ প্রতিবেদন দাখিল করেন। এই প্রতিবেদনে তিনি মিজানুর রহমান শামীম এর নেতৃত্বাধীন কমিটির সনদকে বৈধ বলে ঘোষণা করেন। তার এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর উপ-সচিব এম এম মোস্তফা জামাল চৌধুরী ৭ ফেব্রুয়ারী একটি পত্র ইস্যু করেন। আমদানী ও রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক বরাবর এই পত্রে তিনি উল্লেখ করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম কর্তৃক ইস্যুকৃত সনদকে বৈধ হিসাবে বিবেচনা করতে।
তদন্ত কমিটি বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের আদেশকে অবৈধ এবং সেই আদেশের কার্যকারিতা বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে হবিগঞ্জ চেম্বারের ২০২১-২২ ও ২০২২-২৩ বর্ষের নির্বাচনী কার্যক্রম সঠিক হয়েছে মর্মে দেখা যায়। তাই মিজানুর রহমান শামীমের নেতৃত্বাধীন কমিটির সনদ গ্রহণ করা যাবে।