পরিবেশ রক্ষায় নাগরিক আন্দোলনে সবাই এগিয়ে আসুন ॥ ড. জহিরুল হক
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শাখা বরাক নদী কালের গর্ভে এখন বিলীন হয়ে যাচ্ছে। নদীর নাব্যতা ফিরে পেতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেও সুফল মিলেনি। এবার পরিবেশ রক্ষায় ‘নাগরিক আন্দোলন’ শ্লোগানে শাখা বরাকের চলমান দূষণের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন নব গঠিত ‘রিভার উইংস’ সংগঠন। এ সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রায় ‘ময়লার ভাগাড়ে ফুল ফুটুক, শাখা বরাক নদী পরিষ্কার হোক’ এ শ্লোগানে মুখরিত হয়ে উঠে নবীগঞ্জ শহর। নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় হতে পদযাত্রা শুরু হয়ে শাখা বরাকের তীরবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হন নেতৃবৃন্দ। পদযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।
রিভার উইংসের আহবায়ক অধ্যক্ষ তনুজ রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়জুর রব ফনি এবং সদস্য অলিউর রহমান অলির যৌথ সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ শাহনুর আলম ছানু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, আয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী ছালিক মিয়া, নবীগঞ্জ ইউনাইটেড হসপিটালের পরিচালক মাহবুবুল আলম সুমন, প্রভাষক মোজাম্মেল আলী শিকদার, রোটারিয়ান মাহফুজুর রব রনি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি জীবেশ গোপ, একমুঠো হাসির রায়হান সিদ্দিীকি আসিফ, ইউনাইটেড নবীগঞ্জের ইসলাম ইফতি প্রমূখ।
রিলেশন টু পিপলস, সেইভ সিলেট, লাল সবুজ সাইক্লিং ক্লাব, আয়ান ফাউন্ডেশন, সার্কেল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রোটারী ক্লাব, টাউন ক্লাব, কনফিডেন্স স্পোকেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা পোষণ করে পদযাত্রায় অংশ নেন। পথসভায় বক্তারা শাখা বরাক নদীর দূষণ প্রতিরোধ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবী জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com