স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে রূপসা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। ঘটনার পর স্বামী বাড়ি ছেড়ে চলে গেছেন।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় রূপসার দেহ তার স্বামী মোত্তাকিন মিয়ার ঘরের তীরের সাথে উড়না প্যাচানো অবস্থায় দেখতে পেয়ে আজমিরীগঞ্জ থানায় খবর দিলে রাত ৮টায় শিবপাশা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে স্থানীয়রা জানান, প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হতো। পরিবারের অগোচরে হয়তোবা এ ঘটনা ঘটেছে। তবে রূপসার বাপের বাড়ির লোকদের দাবি তাকে মারধোর করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাদের ধারণা আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর রহস্য উদঘাটন হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com