আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় সরকারের দেয়া এককালিন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- মাধবপুর-চুনারুঘাট আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মাধবপুর উপজেলার ১৬ জন রোগীর প্রত্যেককে অনুদানের ৫০ হাজার টাকা করে চেক দেয়া হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য বশির মিয়া, বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুবলীগ নেতা রফিক ভুঁইয়া প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com