দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঘুষ-দুর্নীতি, লুটপাট বন্ধ করা ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করা সর্বোপরি ডামি নির্বাচন বাতিল করে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন ব্যবস্থার সংস্কার করার দাবীতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচী শনিবার বিকেলে হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি সিপিবির উদ্যোগে স্থানীয় আরডি হলের সামনে বিক্ষোভ সমাবেশ পালিত হয়। বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড পিযূষ চক্রবর্তী, চৌধুরী মুহিবুন্নুর ইমরান, গণতান্ত্রিক আইনজীবি সমিতি জেলা শাখার আহ্বয়াক অ্যাডভোকেট রনধীর দাশ, রঞ্জন কুমার রায় প্রমুখ। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিপিবি সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, শ্রীমন্ত রায়, রনজিৎ সরকার, রফিকুল ইসলাম, কাজল চক্রবর্তী, আলী হোসেন, রিপন মিয়া, আরাধন সরকার, সেলিম মিয়া।
সভায় বক্তাগণ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ। কোন সিন্ডিকেট ব্যবসায়ীকেই আইনের আওতায় আনতে আমরা দেখিনি। দেশে আইনের শাসন নেই। তাই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা লড়াই সংগ্রামে সর্বস্তরের ছাত্র-জনতাকে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি