স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের আছিয়া খাতুন হত্যার ঘটনায় মামলা দায়েরের পর পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম। এদিকে ওই হত্যাকান্ডের ঘটনায় আটক নিহত আছিয়ার ছেলে আব্দুল গ্রেফতার দেখানো হয়েছে। তাছাড়া সদর থানার ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ চাঁনপুর গ্রামের একটি ডোবা থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে জব্দ করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে চাঁনপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী আছিয়া খাতুন (৫০) এর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে তার পুত্র আব্দুল মজিদ ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। এদিকে আছিয়া খাতুন হত্যার ঘটনায় তার অপর পুত্র বাদি হয়ে গত শুক্রবার রাতে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করলে মামলাটি রুজু করে গতকাল শনিবার বিকেলে কোর্টে প্রেরণ করা হয়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে চাঁনপুর গ্রাম পুরুষশুন্য হয়ে পড়ে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com