স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির টানা ৪র্থ বার এমপি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধ্যায় এমপির বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাসেল চৌধুরী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, শাহ ফখরুজ্জামান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাস সাগর, সাবেক সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী, বর্তমান সহ-সভাপতি মইনুল হাসান চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী, দপ্তর ও প্রকশনা সম্পাদক মোঃ কাউছার আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ আজিজ সেলিম, নির্বাহী সদস্য শ্রীকান্ত গোপ, ক্লাব সদস্য এম মুজিবুর রহমান, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, সুকান্ত গোপ, সাইফুর রহমান তারেক, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, মোহাম্মদ নায়েব হোসেইন প্রমূখ। শুভেচ্ছা বিনিময়কালে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। কারণ সাংবাদিকরা দেশের অতন্ত্র প্রহরী। তাদের লেখনির মাধ্যমে একটি দেশের চিত্র ফুঠে উঠে। তিনি হবিগঞ্জের সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com