মাধবপুর প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই হবিগঞ্জের মাধবপুরে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীরা মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করে দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী কিছু দিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষিত হলে মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথম ধাপে মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে ভোটার ও প্রার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে নানামুখি আলোচনা চলছে। এবার মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম। তিনি ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। তবে তিনি বিএনপি নেতা সৈয়দ শাহজাহানের কাছে পরাজিত হন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বর্তমান ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসীম, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম।
আওয়ামী লীগ নেতা শাহ মোঃ কামাল বলেন- আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম। তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালিন সময়ে দল মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। তার আমলে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। তরুণ প্রজন্মের কাছেও তার জনপ্রিয়তা রয়েছে। এদিকে বিএনপি নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গণযোগাযোগ শুরু করে দিয়েছেন। ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে টানা দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তিনি। তবে তার দল ক্ষমতায় না থাকায় সার্বিকভাবে তিনি এলাকায় কাঙ্খিত উন্নয়ন করতে পারেননি। তবে সায়হাম শিল্প পরিবার হিসেবে এলাকায় তাদের একটি নিজস্ব বলয় রয়েছে। মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোট সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৩১৫ জন। বিএনপি নেতা আলাউদ্দিন আল রনি বলেন- সৈয়দ মোঃ শাহজাহান একজন শক্তিশালী প্রার্থী। তিনি ৩ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তাছাড়া তিনি একজন সৎ ও জনপ্রিয় নেতা। সবার সাথে তার ভাল সম্পর্ক রয়েছে।