স্টাফ রিপোর্টার ॥ সৌন্দর্য্য বর্ধন করতে ফুটপাত অবমুক্ত করে গাছের টব বসিয়ে দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। এ কাজটি সোমবার হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনের রাস্তায় সম্পন্ন করা হয়েছে। সকালে মেয়র আতাউর রহমান সেলিমের উদ্যোগে চলমান উচ্ছেদ অভিযানে পৌরসভার টিম হাসপাতাল সড়কে পৌঁছায়। হাসপাতালের সামনের রাস্তার দুদিকে অসংখ্য ভাসমান দোকানপাট ছিল। উচ্ছেদ অভিযানে এ সকল দোকানপাট অপসারিত হয়। এসময় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী রাস্তার অবমুক্ত করা ফুটপাতে বেশকিছু মিনি টগর গাছের ড্রাম বসিয়ে দেন। এতে করে বদলে যায় ওই রাস্তার চিত্র। পৌর নির্বাহী কর্মকর্তা বলেন- শহরের সৌন্দর্য্য বর্ধনের যে কর্মসূচী হবিগঞ্জ পৌরসভা চালিয়ে যাচ্ছে এটি তারই একটি অংশ। উপস্থিত এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com