স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল থেকে চুরি হওয়া গরু ২৪ ঘন্টার মাথায় সদর মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। গত ২০ জানুয়ারি ওই এলাকার মোশাহিদ হোসেন মিতুর একটি গরু মাঠ থেকে চোরের দল নিয়ে যায়। এ বিষয়ে তিনি সদর থানায় অভিযোগ দিলে এসআই জয়পাল তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে ওসি (অপারেশন) মোবারক হোসেনের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় এসআই ওমর ফারুক, এসআই শিবলু মজুমদারসহ একদল পুলিশ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ অভিযান চালিয়ে চোরাই গরুটি উদ্ধার করেন। এসআই জয়পাল জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com