স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাঁহ রোড এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে দুই ভাইকে হ্যান্ডকাপ পড়িয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার দুই ভাই অসুস্থ অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি রাত ১০ টার দিকে ঈদগাঁহ রোড এলাকায় অবস্থিত গাড়ির গ্যারেজ থেকে ডিবির অফিসার পরিচয় দিয়ে শহরের মোহনপুর এলাকার রাহুল ও তার ছোট ভাই মিসলু মিয়াকে হাতকড়া পড়িয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বেধড়ক মারধোর করা হয়। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদেরকে ফেলে রেখে চলে যান ডিবি পুলিশ পরিচয়দানকারীরা। পরে আহতাবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।
আহতদের মা রাহেনা খাতুন ডিবি অফিসে গিয়ে ঘটনাটি জানালে তাকে জানানো হয়, নুুরুল হক কিংবা জাহেদ নামে কোনো ডিবি পুলিশ নেই। নিশ্চয়ই তারা প্রতারক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com