স্টাফ রিপোর্টার ॥ বকেয়া বিলের জন্য শায়েস্তাগঞ্জ পৌরসভার বিদ্যুত বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টায় পল্লী বিদ্যুৎ অফিস অভিযান চালিয়ে পৌরসভার রাস্তা ও বাজারের সকল বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। শুধুমাত্র অফিসের লাইন বিচ্ছিন্ন করা হয়নি। এতে বিপাকে পড়েন ব্যবসায়ীসহ বিদ্যুতের অসংখ্য গ্রাহক।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভা রাস্তা ও বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিল পরিশোধ না করায় লাখ লাখ টাকা বিল বকেয়া জমা হয়। বারবার তাগিদ দেয়ার পরও তারা বিল পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে আইন অনুযায়ী লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, ২০ থেকে ২৫ লাখ টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তবে এগুলো সাবেক মেয়রের সময়কার। এজন্য তাদের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তবে তারা শিগগিরই বিল পরিশোধের ব্যবস্থা করবেন।
এদিকে পৌরসভার রাস্তা ও বাজারে বিদ্যুৎ না থাকায় ভোগান্তির পাশাপাশি চোরের উপদ্রব বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল। রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন জানান, বিল পরিশোধ করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
পল্লী বিদ্যুতের জিএম জানান, বিল পরিশোধ করা হয়েছে শুনেছি। কাগজপত্র দেখে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com