এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে পৌষ সংক্রান্তি মেলায় জুয়া খেলার দায়ে দুই যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম উপজেলার জলসুখা ইউনিয়নের কাল ভৈরব মন্দির মাঠে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে দুই যুবককে আটক করেন। পরে আটককৃতদের ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়। দন্ডিতরা হলো- জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তরুল মিয়ার পুত্র রাফি মিয়া (২১) ও বনপাড়া গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সজিব মিয়া (২২)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম বলেন, পৌষ সংক্রান্তি বা পৌষ মেলা আবহমান বাংলার ঐতিহ্য। এই মেলাকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু চক্র জুয়ার আয়োজনে তৎপর হয়ে উঠে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুয়া সহ সকল অপরাধ রোধে মাঠে তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় জলসুখায় জুয়া খেলার দায়ে দুইজনের প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারায় ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগীতা করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com