স্টাফ রিপোর্টার ॥ পৃথক অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে ৫ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত সদর থানার ওসি অজয় চন্দ্র দেবের নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শহরের শায়েস্তানগর পইল সড়কের রেবা এন্টারপ্রাইজের মালিক মৃত সুন্দর আলীর পুত্র হাফিজুর রহমান (৪৮)। তার বিরুদ্ধে দুইটি মামলায় ১০ মাসের সাজা ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা রয়েছে। তাছাড়া একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আবুল বাশার, অনন্তপুর এলাকার আঞ্জব আলীর পুত্র আমিনুল ইসলাম, উমেদনগরের সিরাজ মিয়ার পুত্র শাহিন মিয়া। ওসি জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা রয়েছে। পুলিশের গ্রেফতার এড়াতে এতোদিন তারা পালিয়ে আত্মগোপনে ছিল। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com