মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর মেটাডোর কোম্পানির পাশের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাকে আটক করেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোহেল মিয়া উপজেলার শাহপুর গ্রামের আরজু মিয়ার ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, অবৈধভাবে রাস্তার পাশের মাটি কেটে প্রবাহমান খাল ভরাট করার অপরাধে অভিযুক্তকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভরাটকৃত খালটি উদ্ধার করা হয়েছে। এ ধরনের অসাধু মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান সব সময় চলমান থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com