স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনক এর কার্যকরী কমিটির প্রথম সভায় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার রাত ৮টায় সংগঠনের সভাপতি আবু সুফিয়ান হুমায়ুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শিমুল হাসান এর পরিচালনায় বাফেলো সিটির লাভজয়ের রয়েলস পার্টি হলে কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত কার্যকরী কমিটির সদস্য সকলের মতামতে প্রধান উপদেষ্টা মোঃ শাহিন আহমেদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন চৌধুরী খালেদ, সৈয়দ ইফতেকার আহমেদ, মোঃ সৈকত আলী, হাবিবুর রহমান চৌধুরী গোলাপ, চৌধুরী তোহয়া তুহিন, আবু কাওসার, মোঃ জিতু মিয়া, নাজনিন শিউলীকে ২০২৩-২০২৫ইং সনের কমিটির উপদেষ্টা মনোনীত করা হয়।
সভায় সিদ্বান্ত হয় আগামী রমজানে ইফতার মাহফিল, ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সভায় বক্তব্য রাখেন শাহিন আহমেদ, নাজিম উদ্দিন চৌধুরী খালেদ, সৈয়দ ইফতেকার আহমেদ, মোঃ সৈকত আলী, হাবিবুর রহমান চৌধুরী গোলাপ, আবু কাওসার, নাজনীন শিউলী, সিনিয়র সহ-সভাপতি গাজী হাফিজুর রহমান সাদী, সহ-সভাপতি, অধ্যাপক মোঃ আকরাম আলী, সহ-সভাপতি (মহিলা সংরক্ষিত) ফরিদুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আশিকুন নুর চৌধুরী, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আজিজ মোল্লা, শিক্ষা ও ধর্ম সম্পাদক জহুর আলী, আপ্যায়ন ও সমাজ কল্যাণ মোঃ আবিদ মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ক্রীড়া সম্পাদক আমিনুর রশীদ মুরাদ, মহিলা সম্পাদিকা সৈয়দা জেরিন, নির্বাহী সদস্য মাহফুজ চৌধুরী, মোঃ আজিজুল হক চৌধুরী সজিব, মোঃ মুকাদ্দুস আলী, ফয়েজ আহমেদ চৌধুরী, মিজবা আহমেদ, শামিম আহমেদ, জিসান খান, বদরুল আলম চৌধুরী, মাহদী আহমেদ চৌধুরী। সভা শেষে সকলে ডিনারে অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com