ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে হবিগঞ্জ সদর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েদের নিয়ে ‘অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব’ ১৪ জানুয়ারি আলী ইদ্রিস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। ক্রীড়া আনন্দ উৎসব প্রতিযোগিতা শেষে সকল বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েদের মাঝে জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়।
আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়ার পরিচালনায় ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কথা সাহিত্যিক কলামিস্ট আলী ইদ্রিস এফ.সি.এ- এর সভাপতিত্বে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল জলিল, জেলা রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও জে.কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী সদস্য শহিদুর রহমান লাল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, সদর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক লায়ন মোঃ আসাদুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। অতিথি হিসেবে আলী ইদ্রিস হাই স্কুলের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, রিপন রঞ্জন চৌধুরী, মোহাম্মদ জিল্লুর রহমান, মাহফুজা আক্তার, মো: আফজাল হোসাইন রনি, মো: হেলাল মিয়া, জ্যোৎ¯œা আক্তার জনি, শেখ জলকিস আক্তার, মোছা: সানজিদা আক্তার লিজা, ম্যানেজিং কমিটির সদস্য নাহার আক্তার ও বিভিন্ন স্কুলের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com