স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে দিনমজুর মানুষেরা পড়েছেন চরম বিপাকে। গত ৩ দিন সূর্যের আলো তেমন একটা দেখা যায়নি। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। অনেক সময় দিনের বেলাও যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। এ অবস্থায় খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ-লাখাই, বানিয়াচং-নবীগঞ্জ সড়কসহ আঞ্চলিক সড়কে ঘন কুয়াশার কারণে যানবাহনে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
অন্যদিকে হাসপাতালে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের শিশু ইউনিটে তিল ধারণের ঠাই নেই। চিকিৎসা সেবা দিতে ডাক্তাররা রীতিমতো হিমশিম খাচ্ছেন। হাসপাতালের মেঝে, বারান্দাসহ সব জায়গায় ঠান্ডাজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মিঠুন রায় বলেন, কনকনে শীতের কারণে নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে বয়স্ক এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তবে আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।