চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা আশ্রয়নে বনের বানর আটকে রেখে ক্রয় ও শিকলবন্দী করে রাখার অপরাধে মদরিস মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডিত ব্যক্তি উপজেলার খেতামারা গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানা এ জরিমানা করেন।
নির্বাহী মাজিস্ট্রেট জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর অধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অবৈধভাবে বনের বানর ক্রয় ও শিকলবন্দী করে রাখায় তাকে জরিমানা করা হয়েছে। তাছাড়া শৃঙ্খলিত বানরটি উদ্ধার করে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আল আমিনের নিকট হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাতছড়ি রেঞ্জ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com