কামরুল হাসান ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের ৪০টি গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে সমতা নারী উন্নয়ন সংস্থা থেকে ছাগল বিতরণ করা হয়েছে। ছাগল পেয়ে খুশি হয়েছেন দরিদ্র পরিবারের লোকজন। গত বছরের ২১ নভেম্বর নোয়াপাড়া চা বাগান দুর্গামন্দিরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং সমতা মহিলা উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে ৪০টি ছাগল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল।
সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা বেগম এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াপাড়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক মোঃ সোহাগ, ইউপি মেম্বার দুলাল ঘোষ, বাগান সভাপতি কমেড নায়েক, বাগান সেক্রেটারী মনি বাউরি সহ আরো অনেকেই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com