স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমএ মুমিন চৌধুরী বুলবুল বলেছেন-সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টির কোন বিকল্প নেই। জাতীয় পার্টিকে নির্বাচিত করা হলে এ অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন-নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি পরিমাণ ভোটার কেন্দ্রে যাবেন, আবার কত পার্সেন্ট ভোট কাস্টিং হবে তা নিশ্চিত নয়। কেউ কেউ বলছেন ভোট কম কাস্টিং হলে ভোটের পার্সেন্টিজ বাড়ানোর জন্য কেন্দ্র দখল করবে ক্ষমতাশীনরা। এ নিয়ে সাধারণ জনগণসহ সচেতন মহলে সংশয় তৈরী হয়েছে। এই অবস্থার মধ্যেও ক্ষমতাসীনরা বিভিন্ন স্থানে জাতীয় পার্টির পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলছেন। এতে সন্দেহ হয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে। আর সুষ্ঠু নির্বাচন না হলে ভবিষ্যতে জাতীয় পার্টি কোন নির্বাচনে অংশ নেবে না।
গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে লাঙ্গলের সমর্থনে মিছিল গণসংযোগ পূর্ব চাষী বাজারে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি। জাপা প্রার্থী এমএ মুমিন চৌধুরী বুলবুল বলেন- হবিগঞ্জ-৩ জাতীয় পার্টির ঘাটি ছিল। এখানে ৩ বার জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে। আমরা যেভাবে সাড়া পাচ্ছি এবারও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে লাঙ্গলে ভোট দিয়ে জাপাকে নির্বাচিত করবে এই আসনের জনগণ। তিনি ৭ জানুয়ারি দলমতের উর্ধ্বে উঠে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজল আহমেদ। এছাড়াও গতকাল লাখাই, শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জাপা প্রার্থী এমএ মুমিন চৌধুরী বুলবুল। পথসভায় বক্তারা বলেন- জাপা প্রার্থী মুমিন চৌধুরী বুলবুল একজন ভালো মানুষ। তাকে লাঙ্গলে ভোট দিয়ে নির্বাচিত করুন।