স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শীতের সাথে সাথে চুরির হিড়িক পড়েছে। প্রায়ই শহরের কোনো না কোনো এলাকায় চুরি সংঘটিত হচ্ছে। তবে এলাকাবাসী মনে করেন স্থানীয় প্রশাসন নির্বাচনী কাজে ব্যস্ত থাকার সুযোগে চোরেরা সুযোগ কাজে লাগাচ্ছে। গত বুধবার দিবাগত রাতে শহরের শ্মশানঘাট এলাকার মেসার্স জিসান ইলেকট্রনিক্স এন্ড স্যানিটারি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। এ ছাড়াও ইতোপূর্বে আরও বেশ কয়েকটি দোকানে চুরি সংঘটিত হয়। কয়েকদিন আগে স্থানীয় জনতা শহরের কুখ্যাত চোর সিদ্দিক আলীকে উত্তম মধ্যম দিয়ে মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে পুলিশে দেয়া হয়। এরপর তার সাঙ্গপাঙ্গরা আরও বেপরোয়া হয়ে উঠে।
জিসান ইলেকট্রনিক্সের মালিক মিজানুর রহমান জিলো জানান, গতকাল বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন দোকানের সামনের তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে। খবর পেয়ে দোকানে এসে ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস হবিগঞ্জের সভাপতি মোহাম্মদ শামছুল হুদা, সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীরসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত হন। সদর থানার একদল পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।