ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের লক্ষ্যে এবং অবৈধ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবীতে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার আলমপুর, নবীগঞ্জ রোডসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম বাবুল,জেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান রিচি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মুকিম চৌধুরী, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, খাগাউড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান খান, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক এনামুল হক চৌধুরী, জেলা যুবদল নেতা জিয়াউল হক আলমগীর, সোহেল আহমেদ, উজ্বল আহমেদ, এনাম খান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ জয়নাল আবেদীন, গোপায়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ টেনু মিয়া, পৌর বিএনপি’র ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান পলাশ, সদর উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মোঃ রাসেল, ছাত্রদল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সেলিম মিয়া, যুবদল নেতা মোঃ কামরুজ্জামান, আজিজুর রহমান আজিজ, সোহান চৌধুরী, কাজী জুলহাস, সাইফুল ইসলাম সিহান, শের আলী, জীবন মিয়া, রাইসুর রহমান মধু, মোহাম্মদ মুসাইদ আহমেদ, শরিফুল ইসলাম মঞ্জিল, ফেরদৌস আহমেদ ফিরোজ, সুমন মিয়া, আলী হোসেন, জানে আলম, ইব্রাহীম, রুকন আহমেদ, আলফাজ, আব্দুর রহিম প্রমূখ।
জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক সেলিম বলেন, দেশের জনগণের কোটি কোটি টাকা লুটপাট কারার উদ্দেশ্যে আয়োজিত ৭ জানুয়ারীর তথাকথিত একদলীয় ডামি নির্বাচন ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করি আগামী ৭ জানুয়ারী দেশের সর্বস্তরের জনগণ তাদের নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন প্রতিহত করার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে, ইনশাআল্লাহ্। প্রেস বিজ্ঞপ্তি