স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সদর থানার এসআই কৃষ্ণধন সরকার বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি শহরের শায়েস্তানগর পইল সড়কে ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করে। এ সময় পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। তখন দোকানপাট ও বাসাবাড়ির লোকজন আতঙ্কে দিগি¦দিক ছোটাছুটি করেন। পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com