স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে নারী ও শিশু বিশ্রামাগারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করা হয়েছে। আবশ্যকীয় এসব স্থাপনাগুলো বিচারালয়ে বিচারপ্রার্থী জনগণসহ বিচার সংশ্লিষ্ট কাজে নিয়োজিত সকলের সহায়ক হবে বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।
স্থাপনাগুলো হলো- নামাজ কক্ষ, কিডস্ জোন, রিক্রিয়েশন রুম, রেস্ট হাউজ, হল রুম ও ফ্যামিলি ক্লাব। রেস্ট হাউজের উদ্বোধন করেন হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম। অন্যান্য স্থাপনাসমূহ উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ। ৩ জানুয়ারি বাদ আছর নামাজ কক্ষে দোয়ার আয়োজন করা হয় এবং পরবর্তীতে হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজগণ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকগণ ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে উন্নয়ন কাজ সমূহে সহযোগিতার জন্য গণপূর্ত বিভাগ, জেলা পরিষদ ও হবিগঞ্জ পৌরসভার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com