স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁওয়ে দবিরুল হাসান ওরফে হারুন মিয়া (৪০) নামে এক আইনজীবী সহকারীর গলাকাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১ জানুয়ারি) সকালে চুনারুঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেয়। খুন হওয়া হারুন মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা আকবর উল্লাহ অডিটরের বড় ছেলে।
জানা যায়, সকালে রানীগাঁও নতুন বাজারের পাশে একটি ধানক্ষেতে হারুন মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। লাশটির হাত ও পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, লাশটি মর্গে পাঠানো হয়। এ ঘটনাকে হত্যাকা- হিসেবে ধরে নিয়ে পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে। এ রিপোর্ট লেখাকালে চুনারুঘাট থানার ওসি জানিয়েছেন, এখনও কেউ গ্রেফতার হয়নি।
এলাকাবাসীর ধারণা হারুন মিয়াকে জবাই করে হত্যা করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com